ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?
আপনি কি ওয়েবসাইট তৈরি করতে চান? কিন্তু জানেন না ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?
তাহলে আজকের এই টপিকটা আপনার জন্য শুধু কারণ আজকের এই টপিকে আমরা আলোচনা করব একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে ডোমেন কি ইত্যাদি।
তো চলুন তাহলে শুরু করা যাক
ডোমেইন কি?
হোস্টিং কি?
একটি ভালো মানের ওয়েবসাইটি তৈরি করতে প্রথমে একটি ডোমেইন এর দরকার হয়। হোস্টিং সার্ভার এবং একটি সফটওয়্যার ও লাগে। ডোমেইন নেম হচ্ছে, ওয়েবসাইটের নাম অথবা হোস্টিং সার্ভার হচ্ছে, একটি স্টোরেজ ব জায়গা যেখানে ওয়েবসাইটের ছবি, সব ফাইল-কনটেন্ট জমা থাকে।
ভূমিকাঃ
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?
আমরা তো সব কিছু জেনেই গেলাম যে ওয়েব সাইট তৈরি করতে কি কি লাগে আর
এখন আমরা জানব ডোমেইন আর হোস্টিংয়ের বিষয়ে।
ডোমেইন কি?
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটেরি নাম যার মাধ্যমে ওয়েবসাইটটিতে ইন্টারনেট পরিচিতি লাভ করতে পারবে। ডোমেইন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে যেমন আপনার একটি হচ্ছে ফ্রী ডোমেইন আর অন্যটি হচ্ছে, টপ লেভেল ডোমেইন আপনি ফ্রি ধরনের ডোমেন ব্যবহার করতে
ও পারবেন এখানে কোন ধরনের টাকা পয়সা লাগবে না। ডোমেইন কিনতে হয় প্রতি বছরে নির্দিষ্ট একটি ফি জমা দিয়ে এই ডোমেইনটি কিনে নিতে হয়। আপনি এই ডোমেইনটি যদি এক বছরের জন্য নেন আর আপনার এই ডোমেইনটি অন্য কেউ নিতে পারবে না কারণ এটার যতক্ষণ না মেয়াদ শেষ হবে এক বছরে।
ডোমেনের সাধারণত দুটি অংশ থাকে যেমন, একটি হচ্ছে ডোমেইন আর অপরটি হচ্ছে এক্সটেনশন।
আপনার ডোমেইন নেম যেকোনো ধরনের হতে পারে আবার আপনি কিন্তু নিজের নাম দিয়ে
ডোমেইন নিতে পারেন এই ধরুন, monika,facebook,bd,blog,info,tech,max,com,net,org ইত্যাদি।
প্রতিটি ডোমেইন এর প্রাইজ বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন প্রাইজে হয়ে থাকে
যেমন, অনেক কোম্পানি ডটকম ডমেইন700,900,600,1300 টাকা বিক্রি করে থাকে
আবার কিছু কিছু কোম্পানি আছে দেখবেন এরা অফার দিয়ে 500, 600, 700, 1000 বিক্রি করে
সবচেয়ে কম দামি ডোমেইন হচ্ছে,.xyz এক্সটেনশন যুক্ত ডোমেইন এই ডোমেইনের দাম আপনি পেয়ে যাবেন 250,350 এর ভেতর।
সবচেয়ে দামি ডোমেইন হচ্ছে,.com,.info,.tech, এগুলো ও এক্সটেনশন যুক্ত ডোমেইন এই দামি ডোমেইনের প্রাইজ..1500,2000,3000 হয়ে থাকে।
হোস্টিং কি?
হোস্টিং হলো একটি স্পেস যেখানে কোন ফাইল রাখলে তা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এক্সেস করা যায় ।আমরা ইন্টারনেট যত ফাইল, তথ্য, উপাত্ত বা ওয়েবসাইট দেখতে পায় সব কিছুই একটা হোস্টিং সার্ভার এ রাখা থাকে যেখানে ২৪ ঘন্টা দ্রুত গতি সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ এবং সার্ভার সব সময় সজল
রাখার জন্য অনেক লোকজন কাজ করে থাকে। পোস্টিং এ ফাইল বা ওয়েবসাইট রাখলে ২৪ ঘন্টা এগুলো লাইফ থাকে এবং World wide যে কেউ এগুলো অ্যাক্সেস করতে পারবে খুব সহজে।
হোস্টিং মূলত দুই ধরনের চলুন বিস্তারিত গুলো জেনে নেই।
ফ্রি হোস্টিং (যা আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন)
বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে যারা সাধারণত প্রিতোমেন ও হোস্টিং সার্ভিস দিয়ে থাকে তবে আপনি যদি আপনার ব্যবসায়ী ব্যক্তিগত ওয়েবসাইটকে কোন ফ্রি হোস্টিং এর ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি কি আনলিমিটেড ব্যান্ড উইথ ইমেইল একাউন্ট লোডিং স্পিড ইত্যাদি
ঠিকঠাকভাবে পাবেন ও না আবার ওয়েবসাইট এ যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে ফ্রি হোস্টিং কোম্পানির কোম্পানিটি আপনাকে সাসপেন্ড করবে!সেটা আপনি জানেন কি? কেননা ফ্রি হোস্টিং শুধু পরীক্ষামূলক ওয়েবসাইটি তৈরি করতে ব্যবহার করা যায়।
প্রিমিয়াম হোস্টিং যা আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে।
হোস্টিং কত প্রকার ও কি কি বিস্তারিতঃ
- শেয়ার হোস্টিং
- ভিপিএস হোস্টিং (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার)
- ডেডিকেটেড হোস্টিং
- রিসেলার হোস্টিং
শেয়ার হোস্টিং গুলো কি কি?শেয়ার হোস্টিং, এমন এক ধরনের হোস্টিং সেখানে আমরা একটা ফিজিক্যাল সার্ভারকে অনেক জনকে শেয়ার করতে পারি বা ব্যবহারও করতে পারি ইউজাররা বা যারা ইউজ করে অনেক অল্প সময়ে বা অল্প দামে সার্ভারের রিচার্জগুলো ব্যবহার করতে পারেন কিন্তু একটি শেয়ার্ড সার্ভার ৭০ এর বেশির মত ইউজ করতে পারবেন আপনি চাইলে।
ভিপিএস হোস্টিং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ভিপিএস হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হচ্ছে, এক ধরনের পপুলার হোস্টিং বিবিএস এর পূর্ণরূপ হলো যার(ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) বা VPS নামেও ডাকা হয়ে থাকে।
ভিপিএস ওয়েবসাইট হচ্ছে, এক ধরনের জনপ্রিয় ওয়েবসাইট।
ভিপিএস এর ক্ষেত্রে যেগুলো কাজ আছে যার প্রোভাইডার ভিপিএস সার্ভারে শুধু অপারেটিং সিস্টেম ইন্সটল করে দিবে আপনাকে এরপর যাবতীয় যত কাজ আপনাকে একা নিজে নিজেই করতে হবে।
ডেডিকেটেড হোস্টিং গুলো কি কি?
ডেডিকেটেড হোস্টিং হচ্ছে, এক ধরনের ইন্টারনেট আপনারা যখন অন্য কাউকে না দিয়ে নিজেই একা একা এটা ইউজ করবেন ঠিক তখন সার্ভারটি অন্য কারো সাথে শেয়ার না করে শুধুমাত্র ক্লাইন্ট সার্ভারের সংস্থানগুলির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন। তাদের নির্দিষ্ট চাহিদা মতো মেটাতে কাস্টমাইজ আপনি করতে পারবেন! এটা আর তখন তাকে ও ডেডিকেটিং হোস্টিং বলা হয়ে থাকে।
রিসেলার হোস্টিং গুলো কি কি?
রিসেলার হোস্টিং যেটা অনেকটাই সেয়ারেট হোস্টিং সার্ভার এর মত। তবে এখানে আপনি আলাদা আলাদা প্যাকেজ বানিয়ে বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনি একটি রিসেলার হোস্টিং প্যাকেজ কিনে সেখানে যদি আলাদা আলাদা পোস্টিং তৈরি করে থাকেন তাহলে আপনি ও পোস্টিং কোম্পানির মতো আপনি সব জায়গাই বিক্রি করতে পারবেন।
লেখক এর মন্তব্যঃ আজকে আমি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে সে বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ডোমিন কি হোস্টিং কি এর পুরো বিস্তারিত এই পোষ্টটিতে তুলে ধরা হয়েছে। তো আপনার যদি এই পোষ্টটি পড়ে ভালো লাগে অবশ্যই পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url