পুরাতন স্মার্টফোন ফোন কেনার আগে আপনার যা জানা অনেক জরুরী
যারা পুরাতন অথবা নতুন স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন শুধু তাদের জন্য এই পোস্টটি ফোনের পুরো স্পিকিশন ও অফিশিয়াল এবং আনঅফিসিয়াল ফোন ক্রয় করার পূর্বে সব যাবতীয় ইনফরমেশন আমার কাছে জেনে নিতে পারেন তো আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো এর পুরো বিষয়টি
যারা পুরাতন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিছু টিপস দেওয়া হবে যা অনুসরণ করলে আপনারা বিপদমুক্ত হবেন আজকে আমার এই পোস্টটি যদি আপনি ফলো করেন অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে তো আজকের এই পোস্টটি অনেক গুরুত্ব শুধু আপনাদের জন্য।
পুরাতন স্মার্ট ফোন কেনার আগে আপনার যা জানা অনেক জরুরি
পুরাতন স্মার্ট ফোন কেনার আগে আপনাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে নইলে আপনি বিপদে পড়তে পারেন। কেননা একটি ফোন আমাদের দৈন্যনিন জীবনে চলার পথে এবং সব সময় একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যেটা ছাড়া কিনা আমরা এক মুহূর্তে চলতে পারি না আমাদের অনেক অসম্পূর্ণ কাজ করতেও পারি না যেমন ধরুন
অনলাইনের কাজ অনেকেই মোবাইলেই করে থাকে। আবার অনেকের স্মার্ট ফোনে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে। তাই ফোনটি যদি আপনার কাছে থেকেও যদি প্রতারণার শিকার হয়ে অন্য জনকে ফোনটি ফেরত দিতে হয় তাহলে আপনার কেমন লাগবে তাই অবশ্যই সতর্কতা বজায় রেখে ফোন ক্রয় করার পূর্বে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জেনে রাখা অনেক জরুরী।
- ফিঙ্গারপ্রিন্ট আনলক চেক
- ফেস আনলক চেক
- ফোনের প্রসেসর চেক
- ওয়াইফাই ও হটস্পট সাপোর্ট কিনা
- লেটেস্ট এন্ড্রয়েড ভার্সন গুলো চেক করা
- ফোনে চার্জে লাগিয়ে দেখা নেওয়া ইত্যাদি।
- স্মার্ট ফোন কেনার পূর্বে যেগুলো সেটিং গুলো চেক করে নিবেন
- কোনটি ড্যামেজ আছে কিনা বা কোন বডিতে দাগ আছে কিনা সেটা চেক করে নেন
- ফোনটি কত দিনের পুরনো এবং ইউজ হয়েছে সেটা চেক করে নিন
- ফোনের হার্ডওয়ার ও এবং বডি পরীক্ষা করুন
- ব্যাটারির পারফরম্যান্স পরীক্ষা করুন
- ফোনের চার্জার চেক করে নিন
- আইএমইআই নাম্বার যাচাই করে নিন
- ফোনে টাচ স্ক্রিন চেক করে নিন
- ফোনের ক্যামেরাটি ঠিক আছে কিনা সেটা চেক করে নিনযেকোনো ক্রোম ব্রাউজার থেকে সঠিক প্রাইস জেনে নিন
- ওয়ারেন্টি ও ফোনের যাবতীয় কাগজপত্র বুঝে নিন
- কোনটি কেনার আগে কিছুক্ষণ চালিয়ে দেখে নিন
- মোবাইলের মালিকানা যাচাই করুন
- মোবাইলের ক্রয়ের রশিদ আছে কিনা সেটা যাচাই করুন।
অফিসিয়াল ফোন ডকুমেন্টস ছাড়া নিলে কি কি অসুবিধা হবে
অফিসিয়াল ফোন ডকুমেন্টস ছাড়া নিলে কি কি অসুবিধা হবে।আজ আমি সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি।তো অনেকেই আপনারা অনলাইন থেকে ফোন ক্রয় করে থাকেন।তো ক্রয় করার পূর্বে আপনারা কিছু বিষয় খেয়াল করেন না যে এই অফিসিয়াল ফোনটি চোরাই কিনা। তো জেনে নেয়া যাক যেমন ধরুন আপনার হাতের ফোনটি যদি হারিয়ে যায়
অথবা সেই ফোনটি অন্যজন কুড়িয়ে পেয়ে থাকে তাহলে একবার ভাবুন তো ওই ব্যক্তির কি অবস্থা হবে। কারণ আপনার ফোনটি যখন আপনি ক্রয় করেছিলেন নিশ্চয়ই কোন মার্কেট থেকে অথবা বড় কোন শোরুম থেকে। ফোনটা ক্রয় করেছিলেন তো ক্রয় করার আগে আপনার কি মনে পড়ে যে আপনাদের স্মার্টফোনের সাথে আপনাদের কি কি ডকুমেন্টস দিয়েছিল
আপনাদের যেগুলো ডকুমেন্টস দিয়েছিল সেগুলো হচ্ছে, ফোনের বক্স এবং ক্যাশ মেমো। তো অবশ্যই আপনি কত দিয়ে কিনেছিলেন না কিনেছিলেন সব ইনফরমেশন অবশ্যই আপনার মেমোতে দিয়ে দিয়েছেন তো এখন আপনি আপনার ফোনটি হারিয়ে গেলে অবশ্যই থানায় জিডি করবেন। আর জিডি করার সময় অবশ্যই
আপনার ওই বক্সে থাকা আই এম আই ১৫ ডিজিটের নাম্বারটি যথেষ্ট আর আপনার সাথে যে বক্স মেমো আছে সেটা নিয়ে আপনাদের পার্শ্ববর্তী ক্রিয়া এলাকায় যে থানা আছে সেখানে আপনি সেগুলো নিয়ে যেয়ে জিডি করতে পারেন তাহলে আপনি আপনার হাতের স্মার্টফোনটি পেয়ে যাবেন খুব সহজেই
কারণ যে ব্যক্তিটি কোনটি কুড়িয়ে পেয়েছিলেন অবশ্যই সে ব্যক্তির ওই ফোনটিতে ১৫ ডিজিটের আইএমআই আছে তাই খুব সহজেই তাকে ট্র্যাক করা সহজ আর এই কারণেই অফিশিয়াল ফোন বক্স অথবা ডকুমেন্টস ছাড়া নেয়াটা একেবারেই ঠিক না কেননা আপনিও হতে পারেন এই হেনস্থার শিকার
অফিসিয়াল ফোন ডকুমেন্টস সহ নিলে কি কি সুবিধা হবে
অফিসিয়াল ফোন গুলো ডকুমেন্টসহ কিনলে যে যে সুবিধা গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনি নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই এবং কোন হেনস্থার শিকার হতে হবে না এবং আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ফোনটি কিনছেন তো অবশ্যই আপনার টাকাটা উসুল হবে।
আনঅফিসিয়াল ফোন ক্রয় করার পূর্বে কি কি জানা দরকার
আর আন অফিসিয়াল ফোন ক্রয় করার পূর্বে অবশ্যই আপনার যেগুলো বিষয় জানা দরকার যে ব্যক্তির কাছে ফোনটি ক্রয় করবেন সেই ব্যক্তির কাছে কিছু ডকুমেন্ট চাইবেন যে আপনার সেফটির জন্য তাহলে আপনি কোন ঝামেলায় পড়বেন না। তো আরো বিশাল ফোন ক্রয় করার পূর্বে যে ব্যক্তি আপনার কাছে ফোনটি বিক্রয় করবে অথবা যার কাছে আপনি ক্রয় করবেন তার কাছে থেকে কিছু ডকুমেন্টস নিয়ে নিবেন যেমন ধরুন,
- এনআইডি কার্ড
- জন্ম নিবন্ধন
- অথবা ছবি
- অথবা কলেজের সার্টিফিকেটও ইত্যাদি।
আনঅফিসিয়াল ফোন বক্স ছাড়া নিলে কি কি অসুবিধা হবে
ইন্ডিয়া থেকে অনেকেই আপনারা ফোন কিনে থাকেন কিন্তু আপনাদের ফোনের কোন প্রবলেম হলে অথবা কোন সার্ভিসিং এর প্রয়োজন হলে আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়া থেকে ফোন ক্রয় করার আগে অবশ্যই ভেবেচিন্তে ক্রয় করবেন আপনি ইন্ডিয়া থেকে ফোন কিনবেন না বাংলাদেশ থেকে
কিনবেন।আনঅফিসিয়াল ফোন বক্স ছাড়া নিলে যেগুলো অসুবিধা হবে সেগুলো হচ্ছে আপনি এখন যদি একটি আনফিসিয়াল ফোন কোন ডকুমেন্ট ছাড়াই যদি কিনে ফেলেন তাহলে আপনি অবশ্যই পুলিশের ঝামেলায় পরবেন আর এতে আপনি মামলাতে...ও জড়িয়ে যেতে পারেন।আপনি যদি সঠিক
সময়ে ফোন জমা না দেন অথবা অপরাধী কে ধরিয়ে না দেন তাহিলে আপনি অনেক বিপদে পরতে পারেন।
আন অফিসিয়াল ফোন বক্স সহ নিলে কি কি সুবিধা হবে
মানুষ যখন একটি ফোন কিনতে আগ্রহী হয় কিন্তু অনেকের কাছে বাজেটে মিলে না যার কারণে অফিশিয়াল বক্স সহ বা তার পছন্দের ফোনটি নিতে পারেনা । তো সেই জন্যই অনলাইনে অনেকেই ফোন খুজে থাকেন। অথবা ভারত থেকে ফোন ক্রয় করে থাকেন স্বল্প বাজেটে।
ফোন ক্রয় করার সময় সতর্কতা অবলম্বন বজায় রাখবেন।
আপনি যখন বিভিন্ন ধরনের অনলাইন থেকে ফোন ক্রয় করে থাকেন যেমন ধরুন bikroy.com,দারাজ আলিবাবা, ali express অ্যামাজন শপিং ইত্যাদি এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি সতর্কতা থাকবেন বিশেষ করে bikroy.com আরো অন্যান্য ওয়েবসাইটে যেমন দারাজ অ্যামাজন ডট কম আরএক্সপ্রেস এগুলো ওয়েবসাইটে ফোন ক্রয় করার পূর্বে অবশ্যই
আপনি টাকা দেয়ার পূর্বে আপনার প্রোডাক্টটি চেক করে নিবেন আর bikroy.com এর ক্ষেত্রে যে ব্যক্তির সাথে আপনি কন্টাক করবেন অথবা যার কাছে ফোন ক্রয় করবেন সেই ব্যক্তি যদি কোন নির্জন জায়গায় ডাকে আপনি যাবেন না যেখানে মানুষের জনবসতি আছে অনেক বেশি যেমন ধরুন
- বাজার
- মোড়
- রেস্টুরেন্ট ইত্যাদি।
IMEI সিরিয়াল নম্বর গুলো চেক করবেন কিভাবে এখনই জেনে নিন
পুরনো ফোন কেনার আগে অবশ্যই আপনাকে IMEI নম্বর চেক করে নিতে হবে। বক্সে থাকা ১৫ ডিজিটের IMEI নম্বরটি বক্সের সাথে অথবা মেমো সহ মিলিয়ে চেক করে নিবেন আপনার ফোনের সাথে।
IMEI সিরিয়াল নম্বর চেক করবেন যেভাবে
- আপনার ফোনের ডায়লগ শুনে যাবেন যে সেখানে ক্লিক করবেন
- এই কোডটি ডায়াল করুন *#06
- এরপর ফোনের IMEI সিরিয়াল নম্বরটি আসবে
- সেটা মিলিয়ে দেখবেন ফোনের বক্সের সাথে।
- KDY দিয়ে.....১৫ ডিজিটের IMEI নম্বর দিয়ে 16002লিখে সেন্ড করবেন।
- এরপর দেখবেন পপ-আপটি শো করবে সেইটার একটি স্কিনশট নিয়ে নিবেন এবং ওয়ারেন্টি চেক করবেন।
IMEI ব্ল্যাক লিস্ট চেক করবেন কিভাবে?
IMEI ব্ল্যাক লিস্টি হচ্ছে একটি লিস্ট যেটার মাধ্যমে আপনার চুরি হওয়া ফোন গুলোকে লিস্টিং করা হয়
আপনাদের কেন ফোনটি চোরাই কিনা তা জানতেই এই IMEI ব্লাকলিস্টি চেক করা হয় আর এটা পুরনো ফোন কেনার ক্ষেত্রে সবার জন্য চেক করা অনেক জরুরী।
IMEI ব্ল্যাক লিস্ট চেক করার নিয়ম গুলো জেনে নিন
- Applications>IMEI Verification অপশনটিতে ক্লিক করবেন।
- ফোনের মোবাইল নম্বর লিখুন এরপর OTP used করে চেক করে নিন।
- IMEI টি লেখুন ও ক্লিক করে নিন এবং চেক করে নিন ফোনটির কি রকম অবস্থা।
সেকেন্ড হ্যান্ড মোবাইল কোথায় পাওয়া যায়
সবচেয়ে ভালো হয় সেকেন্ড হ্যান্ড ফোন বা যে কোনো ডিভাইস ক্রয় করার মার্কেটপ্লেস bikroy.com আর এই মার্কেট প্লেসে আপনি সব ধরনের সেকেন্ড হ্যান্ড জিনিস পেয়ে যাবেন খুব সহজে হাতের নাগালে।আপনি এই ওয়েব সাইটে যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন খুব সুলভ মূল্যে আপনার দাম অনুযায়ী ফোন ক্রয় করতে পারবেন।
কম দামের কোন ব্যান্ডের ফোন ভালো হবে?
আমাদের এই দেশে অনেক রকমারি বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যান্ডের ফোন পাওয়া যায় বিভিন্ন দামের তো বেশির ভাগ মানুষই স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে সময় ভালো ব্যান্ডের ফোন চয়েজ করে থাকে তাই অনেক মানুষ বিজ্ঞাপনের ছলনায় পরে ভুল করে যায় এবং চকচকের ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পরে ফলে তারা বিপদ গ্রস্ত হয়ে পড়ে ও আর্থিকভাবে লসের সম্মুখীন হয়ে পড়ে।
আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে ইলেকট্রনিক্স গেজেট দেখে শুনে না কেনার জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।তাই এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস কেনার ক্ষেত্রে এই ডিভাইস গুলোর উপরে একটু নজর দিবেন।আপনি একটা ফোন কিনতে গেলে আপনাদেরকে দোকানদার
উল্টাপাল্টা বুঝিয়ে দেয় যে এটা ভালো ওটা ভালো আপা কি ভাইয়া এই ফোনটি নেন আপনার জন্য
বেস্ট হবে।আপনি তাদের কথাই ভুলবেন না নিচে যাচাই করে ফোন ক্রয় করবেন।
একটি ফোন ক্রয় করার সময় কি কি দেখা দরকার?
নিশ্চয়ই একটি ফোন ক্রয় করার সময় অবশ্যই ক্যামেরা চেক করবেন এবং ফোনের র্যাম দেখবেন। ফোনের ram মিনিমাম ৪/৬৪ হতে হবে আর আপনার যদি বাজেট থাকে তাহলে ৬/১২৮ নিতে পারেন এখন মানুষের চাহিদাটা অনেক কাজের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় জিনিস স্টোরেজে ডাউনলোড করে থাকেন তাই একটু বেশি জায়গা দরকার পরে থাকে।
কম থাকে আপনি চাইলে একটি কম বাজেটে দেশিও ফোন কিনতে পারেন আমি আপনাকে Recommend করবো এই দেশীয় অ্যান্ড্রয়েড ফোনটি কেনার জন্য।
Walton Orbit y21 দাম ৮,৩৬০/-টাকার আশেপাশে।
লেখকের শেষ মন্তব্য: ব্যবহৃত যেকোনো পুরনো ফোন অনেকটাই কেনা রিস্ক।বিশেষ করে Iphone কারণ বাংলাদেশে আইফোনের এখন পর্যন্ত কোন কাস্টমার সার্ভিস নেই যার কারনে ফোনের সমস্যা হলে মার্কেটের কোন সার্ভিস এ নিয়ে যেতে হবে আর এখন অফিসিয়ালি সার্ভিস করাটা ভীষণ রিক্স তাই সেকেন্ড হ্যান্ড যে কোন ফোন কেনার আগে যাচাই করে নেবেন বিশেষ করে আইফোন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url