মাল্টিমিটারের কাজ কি _মাল্টিমিটার কেন ব্যবহার করা হয়

অনেকেই আছে যে মাল্টিমিটারের কাজ কি মাল্টিমিটার কেন ব্যবহার করা হয় মাল্টিমিটার দিয়ে কি কি পরিমাপ করতে হয় এ বিষয়ে কিছুই জানে না তো আজ আমি আপনাদেরকে আমার এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিব যে কিভাবে আপনারা একটি মাল্টিমিটারের সাহায্যে সঠিক পরিমাপ করতে পারবেন।



এবং কোন মডেলটি আপনাদের জন্য সঠিক হবে এবং বিভিন্ন মডেলের মাল্টিমিটারের দাম নিয়ে আমরা আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা।

মাল্টিমিটারের কাজ কি-মাল্টিমিটার কেন ব্যবহার করা হয়

মাল্টিমিটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস ও পরিমাপক যন্ত্র। যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পরিমাপ করে থাকি। এই মাল্টিমিটার গুলো অনেক নামেই পরিচিত যেমন, AVO মিটার, মাল্টিমিটার ও অ্যাম্পিয়ার ভোল্ট মিটার। এই মিটার দিয়ে বৈদ্যুতিক সার্কিটের মধ্যকার ভোল্টেজ,ওহম পরিমাপ করা হয়।

আমরা যখন কোন মাল্টিমিটার দিয়ে কোন ইলেকট্রনিক্স ডিভাইস পরিমাপ করে দেখার জন্য যে কোন হার্ডওয়ারের কারেন্ট পাস হচ্ছে কিনা এবং এর সিস্টেম কোন পরিবর্তন আসছে কিনা আমরা খুব সহজেই এই মাল্টিমিটারের মাধ্যমে জানতে পারবো অর্থাৎ জানা সম্ভব হবে।

মাল্টিমিটার দিয়ে কি মাপা হয়

মাল্টিমিটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পরিমাপ করতে পারি।যেমন, ক্যাপাসিটর,ডায়োড,রেজিস্ট্যান্স,ট্রানজিস্টর, ট্রান্সফর্মার,মটর,ব্যাটারি, সার্কিট, এলইডি, সুইচ, বুজার, ফিউজ, কয়েল ইত্যাদি।

আরো পড়ুন:

মাল্টিমিটার কত প্রকার ও কি কি

মাল্টিমিটার সাধারণত দুই প্রকার
১।এনালগ মাল্টিমিটার
২।ডিজিটাল মাল্টিমিটার

এনালগ মাল্টিমিটার কি

যে সকল মাল্টি মিটারে কারেন্ট ভোল্টেজ অথবা রেজিস্টেন্স এর পরিমাপ করা হয় অর্থাৎ কাটার সাহায্যে পরিমাপ দেখানো হয়ে থাকে তাকে এনালগ মাল্টিমিটার বলে। এই এনালক মিটার দিয়ে আপনি যে কোন শর্ত কি টেস্ট করতে পারবেন। আবার যে কোন কারেন্ট এসি ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন।

ডিজিটাল মাল্টিমিটার কি

ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা কারেন্ট ভল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করে থাকি এবং ডিজিট আকারে পরিমাপ করে দেখতে পাই অর্থাৎ এককথায় ডিজিটাল বলতে আমরা বুঝি কারেন্ট

ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার

ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করতে গেলে আপনার একটা বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে। ঠিক তেমনি এই ডিজিটাল মিটারের উপর আপনার বেসিক ধারণা থাকতে হবে। এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নইলে আপনি কোন কাজে সম্পূর্ণ করতে পারবেন না। ঠিক তেমনি ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে! তো আজ আপনাদেরকে আমি শেখাবো এই আর্টিকেলের মাধ্যমে যে ডিজিটাল মিটার কিভাবে ব্যবহার করতে হয় চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা আমাদের মাল্টিমিটারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে আগে দেখতে পাই মাল্টিমিটারের ডিসপ্লে এবং যদি মিটারের একটু নিচে এসে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন দুটি কেবল অথবা সিলেক্টর সুইচ বা সিলেক্টর নব অর্থাৎ রেড প্রুব বলা হয়। আর ডান পাশে ভোল্টেজ সংযোগ দিয়ে নিবেন এবং বাম পাশে যে ব্লাক ক্যাবল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টেস্ট ব্লাক প্রুব এটা আপনি সংযোগ দিয়ে নিবেন কমোন্ড পয়েন্টের জায়গায়। এই ডিজিটাল মাল্টিমিটার সাধারণত অটো পাওয়ার অফ মাল্টিমিটার এবং আমরা এখন পাওয়ার সুইচ অন করে নেব তারপর আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কি কি পরিমাপ করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক।

আরো পড়ুন:

ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করার পদ্ধতি

প্রথমে আমরা মাল্টিমিটারের কন্টিনিউ টেস্ট করতে পারব। এবং এসি ভোল্টেজ টেস্ট করতে পারব অথবা ডিসি ভোল্টেজ আমরা টেস্ট করতে পারব যেকোনো ব্যাটারি চেক করতে পারব তারপর রেজিস্টার, ডায়োড খুব সহজে আমরা এইগুলো ডিভাইস চেক করে নিতে পারব।
কেবল চেক আপ
প্রথমে আমরা দুটি কেবলের সাহায্যে কনটিনিউ পরিমাপ করে দেখাবো আর এই দুটি তারের ভেতর কোনটা ভালো আছে আর কোনটা খারাপ আছে এখন আমরা সেই কেবল গুলো চেক করে দেখাবো আর জানিয়ে দিব দেখুন মাল্টিমিটারের যে সিলেক্টর নম্বর সৃষ্টি আছে ওটা কেবলের একপাশে দিয়ে ধরলাম আর ডান পাশের যে রেড কালার যে কেবলের ডান পাশে ধরলাম।

তারপর আমরা কেবল দুটিকে নদী দিয়ে ধরে কন্টিনিউ করে নিলাম। যেমন ডিসপ্লেতে দেখাবে জিরো জিরো সেভেন। এখন দেখুন রেড প্রুব কেবলের একপাশেও কেবলের ওপর পাশে আমরা সংযোগ দিয়ে নেব। একটু খেয়াল করুন মাল্টিমিটারের নাম্বার শো করবে আপনি খেয়াল করে দেখবেন যে পাওয়ার সুইচটিতে যখন আলো জ্বলে উঠবে অর্থাৎ আমরা তাহলে ধরে নেব।

আমাদের এই কেবলটি ভালো আছে। আর অন্য আরেক কেবল একইভাবে সংযোগ দিয়ে যদি কোন সিগন্যাল না আসে অথবা পাওয়ারে কোন আলো না জ্বলে উঠে তাহলে আমরা বুঝবো নিশ্চয়ই কেবলটি কাটা আর নষ্ট। তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে কেবল পরিমাপ করতে হয় বা টেস্ট করতে হয়

আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর তাও যদি বুঝতে অসুবিধা হয় নিজে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন।

এসি ভোল্টেজ চেকআপ

আমরা এখন আপনাদেরকে এসি ভোল্টেজ চেক আপ করে দেখাবো। তার আগে বরাবরের মত আবারো আমরা মাল্টিমিটারে সিলেক্টর নবটি ৭০০তে সিলেক্ট করে নেব। কারণ এটা আমরা সবাই জানি যে এসি ভোল্টেজ লাইন ২০০ থেকে প্রায় ২৪০ এর ভেতরে থাকে। এখন আমরা যদি ২০০ তে সিলেক্ট করি তাহলে আমাদের মাল্টিমিটারটি যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে।

তাহলে আমরা এখন 700 তে সিলেট সিলেক্টর নবটি সেটাপ করে নেব।এখন আমরা এসি লাইনে সংযোগ দিতেই মিটারের ডিসপ্লেতে দেখতে পাবেন যে ২৪১ করছে। আবার আপনি যদি নবটি চেঞ্জ করে দেন ধরুন ব্লক নব ডান পাশে আর রেড নব বাম পাশে এতে কোন প্রবলেম হবে না। আর এসি ভোল্টেজ একই পরিমাপ কখনো থাকবে না কারণ এসি আপ ডাউন করার জন্য।

এসি পরিমাপ কখনো ২৩৯ দেখাচ্ছে মাপলে আবার ২৪১ দেখাবে। তো আমরা জেনে গেলাম এসি ভোল্টেজ চেকআপ করার নিয়ম গুলো।

ব্যাটারি

ব্যাটারি চেক করার ক্ষেত্রে আমরা আমাদের মিটারের নবটি সেট করে নেব। সেট করার পর আমরা মিটারের সিলেক্টর নবটি ২০০ ভোল্টেজ সেট করে নিব। আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমরা সাধারণত সবাই জানি যে টু ভোল্ট, ২০ ভোল্ট, এবং ২০০ ভোল্ট, ১০০০ ভোল্টেজ। তো আমরা

জানি যে সাধারণত ব্যাটারির ভোল্ট দের থেকে ১২ ভোল্টেজের ভেতর হয়ে থাকে। তো বন্ধুরা আমরা এখন যদি ২০ ভোল্টেজ সেটাপ করে নেই তাহলে ব্যাটারির ভোল্টেজ খুব সহজেই আমরা বের করে নিতে পারব। তো আমরা একটা ব্যাটারি নিব যে এই ব্যাটারিটি আরো ভালো আছে কি না। আমরা আরো

এই বিষয়টা জানি যে মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে ৩.৬ এবং৩.৭ ভোল্ট নরমালে থাকে এবং এরপর যদি এর নিচে ভোল্ট চলে আসে তাহলে আমাদের এই ব্যাটারিটি কখনো অন হবে না। তো আপনার আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাটারি অন করতে হলে কমপক্ষে ৩.৭ ভোল্ট আপনাদের ব্যাটারিতে থাকতে হবে।

এখন দেখুন রেড প্রব টি প্লাসে আর ব্ল্যাক প্রব টি মাইনাসে ধরেছি আর ধরার সাথে সাথেই ৩.৮৫ শো করছে।তো বুঝতেই পেরেছেন এটা একটা ডিসি ভোল্টেজ তাই আমরা ধরে নিতে পারি ব্যাটারিটি ভালো আছে। আমরা যদি প্রব গুলো ঘুরিয়ে দেখি এই ধরুন ব্লাক প্রব টি প্লাসে আর রেড প্রব টি মাইনাস এ দেখুন মাইনাস এ ৩.৮৪ শো করছে।

তাহলে আমরা ধরে নেব ব্যাটারিটি ভালো আছে এবং কোন দেখাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের ব্যাটারিগুলো মাল্টিমিটার দিয়ে ভোল্ট মেপে দেখতে পারেন অবশ্যই সঠিক রেজাল্টটাই দেখাবে। এতক্ষন আমরা ফুল ব্যাটারি চেকআপ করলাম এখন জিরো ব্যাটারি চেকআপ করে দেখাবো।

তো আমরা সেম ভাবেই ব্যাটারিতে ধরবো রেড প্রবটি প্লাস এ আর ব্ল্যাকপ্রবটি মাইনাসে স্পর্শ করার সাথে সাথে মিটারে দেখুন ৩.০৩ দেখাচ্ছে। এর মানে আমরা চেক করে এটাই বুঝতে পারি যে আমাদের ব্যাটারিটি অন হবে না। তো আপনারা এভাবেই মিটার দিয়ে আপনাদের মোবাইলের যে কোন ব্যাটারি খুব সহজেই চেক করে নিতে পারবেন।

আরো পড়ুন:

ডিজিটাল মাল্টিমিটার এর দাম কত

ডিজিটাল মাল্টিমিটার এর কুয়ালিটি ও মডেল অনুযাই দাম হয়ে থাকে। বাজারে এখন আপনি বিভিণ্ণ ধরনের মাল্টিমিটার গুলি পেয়ে যাবেন।

Model Name/Number:UNI-T UT33B+Digital Multimeter
Price:1249৳
Model Name/Number:VICTOR VC921 Digital Multimeter
Price:1350৳
Model Name/Number:UNI-T UT33D+Digital Multimeter
Price:1099৳
Model Name/Number:ZT 100\101\102 Digital Multimeter
Price:1458৳
Model Name/Number:DT 9205A Digital Multimeter
Price:480৳
Model Name/Number:UNI-T UT107+Digital Multimeter
Price:6866৳
Model Name/Number:ANENG M118A Digital Multimeter
Price:972৳
Model Name/Number:UNI-T UT17B+ Digital Multimeter
Price:12500৳
Model Name/Number:SUNSHINE DT 19N Digital Multimeter
Price:1500৳
Model Name/Number:UNI-T UT61D+Digital Multimeter
Price:7688৳
Model Name/Number:UNI-T UT890C Digital Multimeter
Price:3411
Model Name/Number:UNI-136B+ Digital Multimeter
Price:1941৳
Model Name/Number:DT830 Digital Multimeter
Price:250৳

এনালগ মাল্টিমিটার এর মডেল নাম ও নাম্বার

Model Name/Number:Sunama YXn E-L-B
Model Name/Number:Sunama XY-3600 TREB
Model Name/Number:Analog Multimeter Mf 15
Model Name/Number:GBR Gardner Bender GMT-312
Model Name/Number:GB Gardner Bender GMT-318
Model Name/Number:Analog Multimeter 1110
Model Name/Number:KM ST-505N
Model Name/Number:DE-360 TRN
Model Name/Number:DE-361 TRN
Model Name/Number:DE-960 TRN
Model Name/Number:DE-965 TRN0
Model Name/Number:DE-960 TRH
Model Name/Number:DE-960 TRF
Model Name/Number:DE-106
Model Name/Number:HTC Analog Multimeter
Model Name/Number:630 Analog Multimeter
Model Name/Number:Kyoritsu-1110
Model Name/Number:Mini YX-2000A
Model Name/Number:310 Portable Compact
Model Name/Number:YX1000A
Model Name/Number:MF-15
Model Name/Number:Hioki 3001
Model Name/Number:200H চেষ্টা করেছি
Model Name/Number:YF-370A

লেখকের মন্তব্য: 
প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এই কন্টেনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং মাল্টিমিটারের কাজ বিষয় বস্তু এবং মিটারটি আপনি কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন মাল্টিমিটারের দাম সহ পুরো ডিটেলস এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা আমাদের এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url