১০০ হাঁস পালনের খরচ কত?হাঁসের বিবরণ সহ
১০০ হাঁস পালনের খরচ কত?হাঁসের বিবরণ সহ।
হাঁস পালনে আয় করা সম্ভব দুইটি উপায়ে যেমন, একটা মোটা তাজা করে আর আরেকটি হোচ্ছে রেডি মাংস করে বিক্রি করা যায় এবং দ্বিতীয়টি ডিম পাড়িয়ে লাভবান হওয়া সম্ভব।হাঁসের বিবরণ সহ আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো।
আর আপনারা যদি চান দুই ভাবেই করতে পারেন।আমি কিছু হিসাব করে দিচ্ছি ১০০ হাঁস পালনের জন্য এতে কেমন খরচ পড়বে।আর হাঁসের বিবরণ সহ তো থাকছে।
ভূমিকাঃ আপনি ভাল মানের বাচ্চা যদি কিনতে চান তাহলে আপনার গড় প্রতি ৩০ টাকার প্রতি পিচ বাচ্ছা পড়বে ১০০ টা পিচ (৩০০০ টাকায় কিনতে পারবেন)। ফিড সাধারণতো ৬০০ কেজি খাবে ডিম পাড়া আগ প্রাই মূহরতো প্রর্যন্ত প্রাই!সে তুলোনাই(৬০০ টাকায়) কেজি হয়।২৫ টাকা ও কেজি (১৫০০০ হাজার টাকা)(ঔষধ ১০০০টাকা) (কারেন্ট বিল খরচ বাবদ ১২০০টাকা)মোট ২০,২০০ টাকা আপনার খরচ হবে।
১০০ হাঁস পালনের খরচের হিসাব
বাচ্চা=৩০*১০০=৩,০০০ টাকা
ফিড=৬০০*২৫=১৫,০০০ টাকা
ঔষধ= ১০০০ টাকা
কারেন্ট বিল=১২০০ টাকা
মোট ২০,২০০ টাকা
প্রতি হাঁসের খরচ ২০২ টাক।
প্রতি হাঁসের পিছনে খরচ হবে ২০২ টাকা আপনি ৪ থেকে ৫ মাস পালন করলে সেই খরচ টা ২০২ টাকা পড়বে সেগুলো হাঁস আপনি ৩০০ টাকা পিচ বিক্রি করতে পারবেন।৯৮ থেকে ৯০ টাকা এমন কি আপনি ১১৫ টাকা লাভ করতে পারবেন। তো হাঁস পালনের প্রথম পরবো আমরা আলোচনা করলাম
এখন আমরা দ্বিতীয় পরবে আলোচনা করবো।
ডিম পাড়ার সময় যে খরচ ঃ
এখন আপনার হাঁস রানিং ডিম পাড়ার আগ মূহরতো প্রর্যন্ত প্রাই খরচ হলো ২০২ টাকা তাহলে এখন সেই রানিং টাইম টা আমি ধরে রাখলাম ১৬ মাস পাঁচ মাস পরে যে খরচটা হয় সেটা ১৬ মাস ধরেছি ধরুন,একটি হাঁস 16 মাস পর্যন্ত খাবার খায় ৮০ কেজি এবং যদি আপনার ২৫ টাকা ফিড প্রতি কেজি আসে তাহলে আপনার প্রাই ২০০০ টাকা খরচ পড়ে যাবে।আবার ১০০ টি হাঁস ডিম পাড়া হাঁসের খরচ প্রায় পড়বে ১৬ মাস খরচ হবে ২ লক্ষ টাকা।
আর অন্যান্য খরচ হবে ২৫,০০০টাকা।এখানে সর্বমোট ২৫ হাজার টাকা রেখেছি১০০ হাঁস পালনের জন্য।
ডিম=৪০০পিছ
প্রতিটি ডিম=৮*৪০০=৩২০০টাকা
মোট=৩ লক্ষ ২০ হাজার টাকা
হাঁস বিক্রয় =২৫০*১০০=২৫ হাজার
মোট আয়:৩ লক্ষ ৪৬ হাজার টাকা
আয় হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা
মোট আয়:৯৫,০০০টাকা করতে পারবেন।
আর অন্যান্য খরচ হবে ২৫,০০০টাকা।এখানে সর্বমোট ২৫ হাজার টাকা রেখেছি১০০ হাঁস পালনের জন্য।
এখন কত টাকা আয় করবেন?
হাঁস ৮০% ডিম দিলে ডিম পাওয়া যাবে প্রতিটি হাঁসেরডিম=৪০০পিছ
প্রতিটি ডিম=৮*৪০০=৩২০০টাকা
মোট=৩ লক্ষ ২০ হাজার টাকা
হাঁস বিক্রয় =২৫০*১০০=২৫ হাজার
মোট আয়:৩ লক্ষ ৪৬ হাজার টাকা
১০০হাঁসে মোট লাভবান হবেন।
মোট ৫ মাস আর ১৬ মাসে আপনার ব্যয় হয়েছে ২ লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা।আয় হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা
মোট আয়:৯৫,০০০টাকা করতে পারবেন।
হাঁসের বিবরণ সহ
হাঁস একটি গৃহপালিত পাখি আমরা সচরাচর সব ঘরে ঘরেই দেখতে পায়হাঁস এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারেও দেখতে পায় হাঁসের অনেকগুলো জাত আছেপুরুষ ও স্ত্রী হাঁস এবএবং অনেক ধরনের হাঁস আছে যেগুলো হাঁসের নাম হচ্ছে।
রাজাহাঁস,মোরাল পাতিহাঁস ইত্যাদি এই রাজা হাঁস আর মোরাল হাঁস গুলো আকারেবেশ বড়ই হয়।হাঁসগুলো যেমন আকারে বড় হয়ে থাকে তেমন মাংস বৃদ্ধি ও পায় ফলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় !এদের ডিমগুলো আকারে বেশ বড় হয়ে থাকে।এই হাঁসগুলো আকারে বেশ যেমন বড় তেমনি তার সরুগলা লম্বাএরা বেশি ডাকে না খুব অল্প সময়ই ডাকাডাকি করে এরা বেশিরভাগ মানুষকে
রাজাহাঁস,মোরাল পাতিহাঁস ইত্যাদি এই রাজা হাঁস আর মোরাল হাঁস গুলো আকারেবেশ বড়ই হয়।হাঁসগুলো যেমন আকারে বড় হয়ে থাকে তেমন মাংস বৃদ্ধি ও পায় ফলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় !এদের ডিমগুলো আকারে বেশ বড় হয়ে থাকে।এই হাঁসগুলো আকারে বেশ যেমন বড় তেমনি তার সরুগলা লম্বাএরা বেশি ডাকে না খুব অল্প সময়ই ডাকাডাকি করে এরা বেশিরভাগ মানুষকে
তারা দিয়ে থাকে।এরা দল বেঁধে একসাথে চলতে অনেক পছন্দ করে। এরা দেখতে অনেক সুন্দর ।😊
হাঁস পালনের কিছু সুবিধা গুলো
- হাঁস পুকুর খাল বিল নদী নালা ইত্যাদি স্থানে এরা ঘুরে বেড়ায়।
- ওদের লালন পালন করতে বেশি সুবিধা হয়।
- হাঁসের ডিম এবং মুরগির ডিমের চেয়ে আকারে অনেক বড় হয়ে থাকে।
- হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির চেয়ে।
- মুরগির চেয়ে হাঁসের পরিচর্যাটা অনেক কম দরকার হয়।
- গ্রামীণ পরিবেশে হাঁস পালন করা অনেক সহজ।
মোরাল হাঁস
মরাল হাঁসগুলো দেখতে প্রায় রাজা হাঁসের মতই আর ঠিক এদেরও সরু বড় লম্বাগলা আছে এরাও দেখতে বেশ অনেক সুন্দর এগুলো ছয় প্রজাতির হয়ে থাকে। এরা সাধারণত একনাগারে তিন থেকে ও পাঁচটি ডিমের ও বেশি পেরে থাকেরাজ মোরাল
রাজ মরাল নামটি এসেছে Whooper Swan পারিভাষিক শব্দ এবং নেপালি নাম মহারাজ হংস থেকে অনুপ্রাণিত। মোরাল হাঁস একসাথে দল বেধে থাকতে পছন্দ করে এবং ওরা অন্য মডেলের সংগ্রহ গ্রহণ করতে অনেক পছন্দ করে।
লেখকের মন্তব্যঃ আজকে আমি আপনাদের সাথে ১০০ হাঁস পালনের খরচ কত? হাঁসের বিবরণ সহ সে বিষয় নিয়ে আলোচনা করলাম তো যারা চিন্তা-ভাবনা করছেন যে এরকম একটা ছোটখাটো হাঁসের খামার করতে চান তাহলে এই পোস্টটি শুধু আপনাদের জন্য তো বন্ধুরা আমার পোস্টটি যদি পড়ে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url